স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র নবায়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
Published : 11 Oct 2023, 12:08 AM
আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের তথ্য অনলাইনে নিবন্ধনের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের ডেটা অনলাইনে নিবন্ধনের সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ডেটা আপলোড করা না হলে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিসটেম ব্যবহার করে ভবিষ্যতে কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে না বলে জানানো হয়েছিল।
"কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় অনলাইনে ডেটা এন্ট্রির সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র নবায়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
সেজন্য ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আগ্নেয়াস্ত্র শাখায় প্রয়োজনীয় কাগজপত্র (মূল লাইসেন্স, এনআইডি ও টিন সার্টিফিকেট এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি, লাইসেন্সধারীর স্বাক্ষর) জমা দিতে অনুরোধ করা হয়েছে।