দ্রুত গতিতে চলা রিকশাটি গতি না কমিয়ে স্পিডব্রেকার পার হতে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন।
Published : 23 Oct 2024, 06:36 PM
ঢাকার শ্যামপুরে চলন্ত ব্যাটারির রিকশা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান।
৬৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম সাদেকুর রহমান। শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকায় তার বাসা।
নিহতের ছেলে মো. সোহেল বলেন, দুপুরে তার বাবা বাসা থেকে বের হয়ে ব্যাটারির রিকশায় ওঠেন। দ্রুত গতিতে চলা রিকশাটি গতি না কমিয়ে স্পিডব্রেকার পার হতে গেলে তার বাবা ছিটকে পড়েন সড়কে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।