“ঘোষিত অঙ্গীকার অনুসারে পদক্ষেপ দেখা না গেলে এই সম্মেলনটিও এর মূল্য ও বিশ্বাস হারানোর ঝুঁকিতে পড়বে।”
Published : 26 Jun 2023, 11:21 PM
জলবায়ু অর্থায়ন নিয়ে বিভিন্ন দেশের নীতি-নির্ধারকদের সামনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেছেন জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের অন্যতম বাংলাদেশের একদল বিশেষজ্ঞ।
২২ ও ২৩ জুন নতুন বৈশ্বিক অর্থনৈতিক চুক্তি করতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনে ওই সুপারিশ তুলে ধরা হয়।
সোমবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সম্মেলনে বাংলাদেশি বিশেষজ্ঞদের সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বাংলাদেশি বিশেষজ্ঞ দলে ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক সালিমুল হক এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড সেক্রেটারিয়েটের প্রধান মো. গোলাম রব্বানী।
প্যারিসের ব্রোংনিয়ার্ট প্রাসাদ এবং ইউনেস্কো ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও অর্থনৈতিক সংস্থা এবং বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দেওয়া বক্তব্য ও কাজের মধ্যে ফারাক কমিয়ে এনে আস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশি বিশেষজ্ঞদের পক্ষ থেকে।
তারা বলেছেন, অঙ্গীকারের ফাঁকা বুলিতে বিশ্ব এখন ক্লান্ত। এখন কথার সাথে মিল থাকতে হবে কাজের। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাফল্যের পর থেকে বহুপাক্ষিক সহযোগিতায় প্যারিসের প্রতীকী গুরুত্ব অব্যাহত রয়েছে, যদিও বিশ্ব নেতাদের কাছ থেকে এখন অঙ্গীকার কমে আসছে।
“ঘোষিত অঙ্গীকার অনুসারে পদক্ষেপ দেখা না গেলে এই সম্মেলনটিও এর মূল্য ও বিশ্বাস হারানোর ঝুঁকিতে পড়বে।”
নির্বাচনকালীন স্বল্পমেয়াদি পরিকল্পনার পরিবর্তে দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে উদ্যোগ নেওয়ার সুপারিশও করেছেন বিশেষজ্ঞরা।
তাদের মত হচ্ছে, “সংকীর্ণ ও স্বল্পমেয়াদি স্বার্থের পরিবর্তে সত্যিকারের নেতৃত্বের উচিত এমন কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া যা সেই দেশের এবং এই গ্রহের দীর্ঘমেয়াদি স্বার্থ সুরক্ষিত করবে।”
চতুর্থ দফায় উপযুক্ত পন্থা বা দৃষ্টিভঙ্গি খুঁজতে নিম্নআয়ের দেশগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার সুপারিশ করেছেন বাংলাদেশি বিশেষজ্ঞরা। যারা এরই মধ্যে জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের উপায়-উপকরণ প্রদানে কাজ করছে।
নতুন বৈশ্বিক অর্থায়ন চুক্তির ক্ষেত্রে নারী ও শিশুদের চালকের আসনে রাখার সুপারিশও সম্মেলনে এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে।