বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া চট্টগ্রামে বিমানবাহিনীর ঘাঁটি জহিরুল হক-এ এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Published : 09 Aug 2024, 08:56 PM
সরকারের পালাবদলের ডামাডোলে মাত্র ছয় সপ্তাহের মাথায় পাল্টে গেল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান।
জুনের শেষ থেকে ওই পদে দায়িত্ব পালন করা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিয়ে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে দেওয়া হয়েছে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব।
মঞ্জুর কবীর চট্টগ্রামে বিমানবাহিনীর ঘাঁটি জহিরুল হক-এ এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার এক আদেশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে বেবিচকে যোগ দিতে বলা হয়েছে।
অন্যদিকে এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে বিমানবাহিনী সদর দপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।