Published : 08 Mar 2025, 11:42 AM
ঢাকার বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কের বাসায় ঢোকার আগ মুহূর্তে আনোয়ার হোসেন নামের এক সোনা ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন।
আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি দোকান চালান।
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা লুট, ভিডিও ভাইরাল
সেদিন বাসায় ফেরার সময় আনোয়ার হোসেনকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন। তারা তাকে গুলি করে সোনা ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।