ছুটির পর প্রথম দিন কাজের চাপ সেভাবে নেই। অফিসে আসার পর অনেক সহকর্মীদের সঙ্গে কোলাকুলি আর খোশগল্পে সময় কাটাচ্ছিলেন।
Published : 19 Jun 2024, 01:03 PM
কোরবানির ঈদ ঘিরে টানা পাঁচ দিনের ছুটি শেষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুললেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই কম।
যদিও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রথম কর্মদিবসে বেশিরভাগ কর্মচারীই অফিস করছেন, কেউ হয়ত আসতে দেরি করেছেন।
বাংলাদেশে এবার ঈদ হয়েছে ১৭ জুন। ঈদ ঘিরে তিন দিনের ছুটির আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি ছিল মোট পাঁচ দিন।
অফিস খোলার প্রথম দিন বুধবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কর্মকর্তা কর্মচারীদের সবাই এখনো ফেরেননি। যেসব কক্ষে একাধিক কর্মচারীর বসার ব্যবস্থা রয়েছে, সেখানে অনেক চেয়ার ফাঁকা।
ছুটির পর প্রথম দিন কাজের চাপও সেভাবে নেই। অফিসে আসার পর অনেক সহকর্মীদের সঙ্গে কোলাকুলি আর খোশগল্পে সময় কাটাচ্ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “প্রথম কর্মদিবসে তেমন কোনো নির্ধারিত কাজ না থাকায় একটু ঢিলেঢালা মেজাজে সময় পার করা যাচ্ছে।"
পাস নিয়ে বুধবার দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের সুযোগ থাকলেও এদিন সকাল থেকে সচিবালয়ে তেমন ভিড় দেখা যায়নি। সচিবালয়ের ভেতরে অন্য দিনের মত গাড়ির জটও ছিল না।
সচিবালয়ের চার নম্বর ভবনের দুটি ও ছয় নম্বর ভবনের ছয়টি লিফটের সামনেও রোববার ভিড় দেখা যায়নি। অন্য দিনগুলোতে এসব লিফটের সামনে লম্বা লাইন লেগে থাকে।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসে এসে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন।
যুগ্ম ও অতিরিক্ত সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তা বললেন, যারা বুধ ও বৃহস্পতিবার বাড়তি ছুটি নিয়েছেন, তারা ফিরবেন রোববার। অন্য সবার বুধবার থেকেই অফিস করার কথা।
তবে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মী বললেন, তাদের দপ্তরে প্রথম দিন অনেকেই আসেননি। কেউ কেউ বেশ দেরি করে অফিসে ঢুকেছেন।
এবারে কোরবানি ঈদের ছুটি শেষে সরকারি অফিস আগের মত ৯টা- ৫টা সূচিতে ফিরেছে।
সরকারি অফিসের সঙ্গে মিল রেখে এদিন ব্যাংক লেনদেনের সময়ও বদলেছে। লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।