Published : 28 Dec 2023, 11:56 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে তরুণদের ভোট দিতে উৎসাহিত করতে টেলিভিশনের জন্য একটি বিজ্ঞাপন-টিভিসি প্রকাশ করেছে র্যাব।
‘তারুণ্যের প্রথম ভোট, দেশের অগ্রযাত্রা রাখুক অটুট’ শীর্ষক এ টিভিসি ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশনে প্রচার করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশের বিশেষ এ ইউনিট।
৭ জানুয়ারির ভোটে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে আশা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, এবার দেড় কোটির বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে ৯৪ সেকেন্ডের এ বিজ্ঞাপন চিত্র নির্মাণ করা হয়েছে।
“এটি সম্প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মের নতুন ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা পাবে এবং নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে উৎসাহিত হবে,” বলে আশা করছে র্যাব।
একই সঙ্গে র্যাব নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জনগণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।