“যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদেই আছেন। এখন মনে হচ্ছে ওটা ছিল একটা উড়োখবর,” বলেন বোসরা ইসলাম।
Published : 22 Jan 2025, 10:32 AM
বোমার হুমকির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “বিমানের রোম ফ্লাইটে বোমা আছে বলে অচেনা নম্বর থেকে আমরা একটা হুমকি পাই। এরপর আমরা যথাযথ প্রটোকল অনুসরণ করে ব্যবস্থা নিই।
“বিমানের উড়োজাহাজটি সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে ল্যান্ড করেছে। যাত্রী ও ক্রুরা সবাই ভালোভাবেই টার্মিনালে নেমেছেন। আমরা প্রটোকল ফলো করছি, যদি কোনো হুমকি থেকেই থাকে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “আমাদের রোম ফ্লাইটে থ্রেট একটা ছিল। আমরা সবরকম ব্যবস্থা নিয়েছিলাম।
“বাট ফ্লাইটটা ৯টা ২০ মিনিটে সুন্দরভাবে ল্যান্ড করেছে। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদেই আছেন। এখন মনে হচ্ছে ওটা ছিল একটা উড়োখবর।”