বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।
Published : 01 Nov 2024, 10:03 PM
ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির শনিবার সমাবেশের ঘোষণায় তা ‘প্রতিরোধের’ ডাক দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ লেখা ব্যানারে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে করে তিনি ‘গণপ্রতিরোধ কর্মসূচি’ ঘোষণা করেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় তারা এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
ইয়ামিন মোল্লা বলেন, “জাতীয় পার্টির ডাকা শনিবারের সমাবেশ আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুত্থানের পরিকল্পনার অংশ। এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে।
“এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।”
আওয়ামী লীগ সরকারে থাকার সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপড়েনের মধ্যে বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগ করা হয়। শনিবার সেখানে দলটির সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা ছিল আগে থেকেই।
বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে শুক্রবার সন্ধ্যায় সেখানে বিজয়নগর ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। এরপর রাতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে জাতীয় পার্টি।