উদ্ধার হওয়া ব্যাগগুলোতে বিদেশি মুদ্রার পাশাপাশি যাত্রীদের রেসিডেন্ট কার্ড ও ল্যাপটপও ছিল।
Published : 10 Feb 2025, 06:08 PM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীর ‘হারিয়ে ফেলা’ অর্থ ও মালামাল উদ্ধার করে যার যার হাতে তুলে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বলেন, উদ্ধার হওয়া ব্যাগগুলোতে বিদেশি মুদ্রার পাশাপাশি রেসিডেন্ট কার্ড ও ল্যাপটপও ছিল।
এভসেকের বরাতে তিনি বলেন, “রোববার সন্ধ্যা ৭টায় ইতালিপ্রবাসী যাত্রী ইসমাইল হোসেন ছয় নম্বর হেভি লাগেজ গেইট এলাকায় ১ হাজার ৯৫০ ইউরো ও অন্য কিছু মুদ্রাসহ একটি ব্যাগ ফেলে যান। পরে সেখানে দায়িত্বরত এভসেকের একজন সদস্য ব্যাগটি পেয়ে পেট্রোল টিমকে জানান।
“এরপর ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের (এফআইডিএস) মাধ্যমে ঘোষণা করে ব্যাগটি আগের স্থানেই রাখা হয়। পরে যোগাযোগ করলে ব্যাগটি ওই যাত্রীর কাছে হস্তান্তর করা হয়।”
এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় জাপান প্রবাসী আরেক যাত্রী আব্দুল আউয়াল ৬ নম্বর হেভি লাগেজ গেইটে জাপানের রেসিডেন্সিয়াল কার্ডসহ কিছু নথি হারিয়ে ফেলেন বলে।
“পরে এভসেক সদস্যরা সিসিটিভি ফুটেজে দেখতে পান, অন্য যাত্রীর সঙ্গে থাকা একটি শিশু ব্যাগটি ভুল করে ট্রলিতে নিয়ে নেয়। পরে ওই যাত্রীর কাছ থেকে ব্যাগটি নিয়ে এসে মালিককে দেওয়া হয়।”
একই দিন রাতে পৌনে ১১টায় আহসান হোসেন রুবিন নামে ব্যাংককগামী এক যাত্রী ৬ নম্বর হেভি লাগেজ গেইট এলাকায় ল্যাপটপসহ একটি ব্যাগ ফেলে যান। পরে যোগাযোগ করে আহসান হোসেনকে ব্যাগটি দেওয়া হয়।
একই রাতে সৌদি আরবের রিয়াদগামী যাত্রী আসলাম ৬ নম্বর হেভি লাগেজ গেইটে ১৩ হাজার টাকাসহ একটি ব্যাগ ফেলে যান। সেটিও পরে এভসেক সদস্যদের মাধ্যমে জানতে পেরে আসলামকে বুঝিয়ে দেওয়া হয়।