ফেরদৌস জামানকে সচিবের পদ থেকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালকের দায়িত্বে বসানো হয়েছে।
Published : 11 Aug 2024, 06:37 PM
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক মানোন্নয়নে নীতি নির্ধারণী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব পদে রদবদল এসেছে।
নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলাম।
আর সচিব ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালকের দায়িত্বে বসানো হয়েছে।
রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই বদলি ও পদায়নের আদেশ জারির বিষয়ে তথ্য দিয়েছে ইউজিসি।
ফখরুল ইসলাম এর আগে কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পালাবাদলে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তারা ধারাবাহিকতায় রোববার ইউজিসি থেকে এমন তথ্য দেওয়া হল।
শেখ হাসিনার পতনের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থকরা রাষ্ট্রের সংস্কারের দাবিকে সামনে রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও প্রতিষ্ঠানিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন।