বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পার্ক করে রাখা তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
রাত সোয়া ৮টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আর রাত ১১টার দিকে বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
বিআরটিসির এ বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
মধ্যরাতে ডিএমপির মিডিয়া সেলের বার্তায় বলা হয়, রাতে মিরপুর ১০ এ যানজটে আটকে থাকা এ দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে তিনটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মোঃ হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মোঃ শামীম (৪৫) ।
বাসে আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মানারাতের বাস দুটির আগুন নেভায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। একই স্টেশনের দুটি ইউনিট শুকতারা পরিবহনের বাসটিরও আগুন নেভায়।
আর মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট বিআরটিসির দোতলা বাসের আগুন নেভায় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা।
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে।
২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে টানা তিনদিন অবরোধ করে বিএনপি-জামায়াত। সেই অবরোধ শেষে ৫ ও ৬ এবং ৮ ও ৯ নভেম্বর কর্মসূচি দিয়েছিল তারা।
এরপর ১২ ও ১৩ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে মাঝে মঙ্গলবার বিরতি দিয়ে ফের বুধ ও বৃহস্পিবার পঞ্চম দফায় কর্মসূচি দিয়েছে বিএনপি।
সবমিলিয়ে মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত সারাদেশে ৯৮টি বাস পোড়ানোর খবর পেয়েছে ফায়ার সার্ভিস।