“দুর্ভাগ্যজনকভাবে, কানাডা আমাদের কথা শুনছে না,” বলেন তিনি।
Published : 28 Oct 2023, 07:48 AM
কানাডার অপরাধী প্রত্যার্পণ নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি নুর চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “কানাডার অবশ্যই খুনিদের কেন্দ্রস্থল হওয়া উচিত নয়। খুনিরা কানাডায় গিয়ে আশ্রয় নিতে পারে।
“হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির স্বজনরা কষ্টে থাকলেও খুনিরা কানাডায় সুন্দর জীবন যাপন করে। যে কারণে তাদের ফেরত পাঠাতে আমরা দেশটির সরকারকে বলে আসছি। তারা বিষয়টি জানে, কিন্তু দুভার্গ্যজনকভাবে এমনকি তারা বিষয়টি নিয়ে এখন কথাও বলে না।”
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেন মোমেন।
নূর চৌধুরীকে কানাডা ফেরত না দেওয়ায় তার দণ্ড কার্যকর করা যাচ্ছে না। আবার মৃত্যুদণ্ডের সাজার বিরোধী হওয়ায় দেশটি তাকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে না। বছরের পর বছর এক ইস্যুতে দুই দেশের আলোচনা চলছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর খুনি কানাডায় বেশ ভালো জীবন-যাপন করছেন। জাতির পিতার আত্মস্বীকৃত এই খুনিকে বাংলাদেশে ফেরত পাঠাতে আমরা কানাডার সরকারকে অনুরোধ জানিয়ে আসছি। দুর্ভাগ্যজনকভাবে, কানাডা আমাদের কথা শুনছে না।
“তারা নানা রকম অজুহাত দিচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে কী হিসেবে আছেন, তা জানতে কানাডার আদালতেও গিয়েছিলাম। আমরা জানতে চাই তিনি কানাডার নাগরিক কি না।…কেবল যে জিনিসটি কানাডার সরকার আমাদের বলেছে তা হল, তাদের একটি আইন আছে। কানাডায় আশ্রয়রত কোনো ব্যক্তির বিরুদ্ধে নিজে দেশে মৃত্যুদণ্ড থাকলে আইন অনুযায়ী কানাডার সরকার তাকে তার দেশে পাঠাতে পারে না।”
কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবেই ভালো জানিয়ে মোমেন বলেন, “আমরা বলছি, কানাডার সরকার আইনের শাসনের সরকার। তারা আইনি প্রক্রিয়া বিশ্বাস করে। কানাডা অবশ্যই খুনিদের আখড়া হবে না।”
ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীকে কানাডা-ভারতের উত্তেজনা নিয়েও প্রশ্ন রাখা হয়। কানাডায় স্বাধীন শিখ রাজ্য খালিস্তানপন্থি শিখ নেতা হারদিপ সিং নিজ্জার খুনের ঘটনায় এই উত্তেজনা চলছে।
এর প্রশ্নে মোমেন বলেন, “ভারত ও কানাডার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। উভয় দেশই আমাদের বন্ধু। কানাডার সঙ্গে ভারতের ইস্যুটির বিষয়ে বিস্তারিত জানি না। কিন্তু আমি কানাডার সঙ্গে আমাদের ইস্যুর বিষয়টি জানি।
নিজ্জার হত্যায় ভারত জড়িত বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার বক্তব্যে দুই দেশের সম্পর্কে যে উত্তেজনা হয়েছে সেটি এবং কানাডা থেকে বঙ্গবন্ধু খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর জটিলতার বিষয়ে মোমেন কীভাবে দেখছেন, সেটিই জানতে চেয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমটি।
জবাবে মন্ত্রী বলেন, “কানাডার সঙ্গে সমস্যা হল, তাদের একের পর এক অজুহাত রয়েছে, যা বোধগম্য নয়। তাদের আইন আছে, কিন্তু একজন খুনিকে রক্ষা করা অবশ্যই উচিত নয় আইনের। আইনের অবশ্যই উচিত নয় এসব খারাপ মানুষের রক্ষা করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কানাডা সেটিই করছে।” সংবাদসূত্র: ইন্ডিয়া টুডে
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)