১২ বছর বয়সী ইব্রাহিম একটি জুতা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
Published : 03 Oct 2024, 12:19 PM
পুরান ঢাকার বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি স্পর্শ করার পর এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলু বাজার ছোট মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১২ বছর বয়সী ইব্রাহিম একটি জুতা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ গ্রামের মো. সুমনের ছেলে।
ইব্রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মো. শাহাবুদ্দিন নামের এক পথচারী।
তিনি বলেন, "বৃষ্টির পানি জমে ছিল সড়কে। তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের একটি খুঁটিকে ইব্রাহিমের হাত লেগে। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।”
রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ইব্রাহিমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃতের মামা মনির হোসেন বলেন, "ইব্রাহিম কিছুদিন আগে গ্রাম থেকে ঢাকায় আসে। আলু বাজার এলাকায় আমাদের জুতার কারখানায় টুকটাক কাজ করত।"