বৃহস্পতিবার রাতে তাকে সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Published : 27 Sep 2024, 03:13 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে ঢাকার কাফরুলের আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় জানানো হয়, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ শাহ আলী প্লাজা থেকে ভিকটিম মো. মোবারক হোসেন কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে তার মামার বাসায় যাচ্ছিলেন।
সে সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের এলোপাতাড়ি গুলিতে মোবারক গুরুতর আহত হন।
“উপস্থিত লোকজন আহত মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপাতালে ও পরে শেরে বাংলা নগরের পঙ্গু হাসাপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন গত ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।
তার বিরুদ্ধে কাফরুল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ ৪০ জনের বেশি এখন কারাগারে রয়েছেন।