কাজলা ও হাজারিবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।
Published : 11 Jul 2024, 10:06 PM
অনুমতি ছাড়া রাস্তা কেটে ভবনে পানির সংযোগ নেওয়ার অপরাধে এবং এইডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে জেলে পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার কাজলা ও হাজারিবাগ এলাকায় অভিযান চালানোর কথা জানান এ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজলার ভাঙা প্রেস এলাকার মো. শহিদুল ইসলাম এবং একটি আবাসন উন্নয়ন কোম্পানির ঠিকাদার ইমাম হোসেন।
এর মধ্যে শহিদুলকে সাত দিনের কারাদণ্ড এবং ইমামকে তিন দিনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, কাজলার ভাঙ্গা প্রেস এলাকার ঢাকা ডেমরা রোড ও হাজী আব্দুস সামাদ রোডের সংযোগস্থলে রাস্তা খুঁড়ে বাসায় পানির সংযোগ নিয়েছিলেন শহিদুল। খবর পেয়ে সেখানে অভিযান চালান দক্ষিণ সিটির অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। তাকে সাত দিনের কারাদণ্ড দেন।
অপরদিকে হাজারিবাগ এলাকায় আবাসন উন্নয়ন কোম্পানি ‘গোল্ডেন হিলস অ্যান্ড টেকনোলজি লিমিটেডের’ নির্মাণাধীন ভবনে এইডিশ মশার লার্ভা পাওয়া যায়। সেখানে অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক অভিযান চালিয়ে ঠিকাদার ইমামকে তিন দিনের কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান বলেন, “হাজারিবাগের ভবনটিতে এইডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। সেসময় দোষ স্বীকার করলে ঠিকাদার ইমামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
“এর কিছুক্ষণ পর কোম্পানির এমডি এসে ঘটনাস্থলে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ করে জরিমানা দিতে অস্বীকার করেন। পরে ঠিকাদারকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।”