ওই এলাকায় গত তিন সপ্তাহ ধরে বনানী ব্যাটারিচালিত রিকশা চলতে দিচ্ছে না পুলিশ।
Published : 05 Feb 2024, 05:30 PM
ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ চেয়ে রাজধানীতে বনানীর একটি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একদল চালক।
গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার আব্দুল মোমেন জানান, সোমবার দুপুর ১২টার দিকে কিছু রিকশাচালক বনানীর ১১ নম্বর সড়ক অবরোধ করেন। তারা প্রায় সাড়ে ৩ ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বনানীর ব্যস্ত সড়ক হিসেবে পরিচিত ১১ নম্বর সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় ব্যপক যানজট তৈরি হয়।
গত তিন সপ্তাহ ধরে বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে দিচ্ছে না পুলিশ।
এ বিষয়ে উপ কমিশনার মোমেন বলেন, সম্প্রতি কিছু বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে গুলশান-বনানী সোসাইটি ওই রিকশাগুলোকে চলতে না দেওয়ার বিষয়ে তাদের বক্তব্য জানিয়েছে। এরপর সোসাইটির সহায়তায় তাদের আর মূল সড়কগুলোতে উঠতে দেওয়া হচ্ছে না।
গত এক বছরের মধ্যে মিরপুর, ডেমরা, গাবতলী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন জায়গায় একই দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন, পুলিশ বক্সে হামলার মতো ঘটনা ঘটিয়েছেন রিকশা চালকরা।
গত ২ জানুয়ারি একই দাবিতে ধানমন্ডিতে একটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায় সংগঠিত রিকশা চালকরা।