Published : 30 Apr 2025, 03:18 PM
জুলাই অভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় তিন থানায় করা একাধিক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তাদের আবেদনে পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর হাকিম মো. জামসেদ আলম এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা এই পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে ৩০ এপ্রিল।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
আদালতের নথি থেকে জানা যায়, কদমতলী থানার এক মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আনিসুল হক, সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমান, একই থানার ছয় মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় মামুন, বাড্ডা থানার এক মামলায় আতিকুল ও নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হলেও তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না হওয়ায় তার বিষয়ে শুনানি হয়নি।