নিষেধাজ্ঞার তালিকায় রন হক শিকদার ও রিক হক শিকদারের নামও আছে।
Published : 13 Apr 2025, 05:57 PM
ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যরা হলেন- রন হক শিকদার, রিক হক শিকদার, আলম আহমেদ, হরিদাস বর্মন, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি, মনোয়ারা সিকদার ও নাইমুজ্জামান ভূইয়া।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, “দুদকের পক্ষে আবেদন দুটি করেন কমিশনের সহকারী পরিচালক আশিকুর রহমান। আদালত আবেদন দুটি মঞ্জুর করেছেন।”
একটি আবেদনে এনামুল হক শামীমসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আবেদনে বলা হয়, আসামিরা ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ঋণ জালিয়াতি করে সুদসহ ৫৮৩ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা আছে। আসামিদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরেক আবেদনে বলা হয়, আসামিরা ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা থেকে দ্য ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের নামে ভুয়া ঋণ নিয়ে সুদসহ ৬১ কোটি ২১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা আত্মসাৎ করেন। আসামিদের বিদেশ পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।