২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের তথ্য সংগ্রহ করবে কমিশন।
Published : 30 Dec 2024, 07:32 PM
ভোটারযোগ্য নাগরিকদের তালিকাভুক্ত করতে জানুয়ারির দ্বিতীয় ভাগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
সোমবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের তথ্যই সংগ্রহ করা হবে জানুয়ারির দ্বিতীয়ার্ধে।
“এক সঙ্গে সারাদেশে তথ্য সংগ্রহ করা হবে। সবাইকে ওই সময় সঠিক তথ্য দিয়ে হালনাগাদের জন্য আহ্বান জানানো হচ্ছে।”
চলতি বছরের ২ মার্চ সবশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছেন। আগামী ২ মার্চ নতুন যে তালিকা প্রকাশ হবে, তাতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ।
২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবেন, এ বছরের হালনাগাদে তারা যুক্ত হবেন।
এবারের তথ্য সংগ্রহের ব্যাপারে আলী নেওয়াজ বলেন, “২০২৬ সালের ১ জানুয়ারি ভোটারযোগ্য যারা হবেন, তাদের তথ্য আমরা অগ্রিম নিয়ে রাখছি। কবে তথ্য সংগ্রহ করা হবে; কবে বায়োমেট্রিক নেওয়া হবে, ছবি তোলা হবে এবং দাবি, আপত্তি ও নিষ্পত্তি কবে হবে- আমরা একটা রোডম্যাপ দিয়ে দেব।”
চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে ইসি
এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন, ধারণা দিলেন প্রধান উপদেষ্টা