“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজামণ্ডপে পাঠিয়েছি,” বলেন তিনি।
Published : 06 Oct 2024, 08:29 PM
এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার বিকালে রাজধানীতে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এবারের পূজা উদযাপনে নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা এবার নির্বিঘ্নে হবে।"
জাহাঙ্গীর আলম বলেন, “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজামণ্ডপে পাঠিয়েছি। এবং আমাদের প্রশাসনে যারা আছেন সবার কাছে আমরা নির্দেশনা দিয়েছি। আশা করব আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবেন।
“সেনাবাহিনীকে মোতায়ন করা হয়েছে, বিমানবাহিনী এবং নৌবাহিনীকেও মোতায়ন করা হয়েছে। কোথাও কোনো বাধা-বিপত্তির মুখোমুখি আপনারা হবেন না।"
সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে যাতে খবর পাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে বলেও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পূজা কমিটির স্বেচ্ছাসেবকদের তিনি সবসময় উপস্থিত থাকার আহ্বান জানান।
বিগত সময়ে পূজামণ্ডপ ভাঙচুরসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে অভিযোগপত্র দেওয়ার হলেও বিচার হয়নি। এবার এমন কিছু হলে বিচার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এই অপকর্মের সাথে যারা জড়িত তাদের সকলকেই বিচারের সম্মুখীন হতে হবে। আমরা সকলেই বিচারটি নিশ্চিত করার চেষ্টা করব।”
ভারত থেকে বিভিন্ন বিষয়ে উস্কানি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে এক সাংবাদিক জানতে চাইলে দুর্গা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অপর্ণা রায় বলেন, “পট-পরিবর্তনের পর এদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গিয়েছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা দেখাতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। পয়সা দিয়ে কিছু পুতুলদের দ্বারা শাহবাগে কিছু প্রোগ্রাম করেছে।
"ভারত থেকে উষ্কানি দেয়া হচ্ছে যেন এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে দেখানো যায়।"
সংখ্যালঘু ব্যানারে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা কি গত ১৫ বছর দেখেননি? আমরা যে ১৫ বছর পূজা ঠিকমত করতে পারিনি। আর এই দুই মাসে আমরা সারা বাংলাদেশে কোটি কোটি মণ্ডপ করছি।"
আগের সরকারের আমলে অনেক স্থানে পূজা হতে দেওয়া হত না অভিযোগ করে তিনি বলেন, "আপনারা জানেন যে কলাবাগান মাঠে পূজা করতে দেয়নি বিগত অবৈধ সরকার। সেখানেও এবার পূজা হচ্ছে। তারা ওয়ারী পূজামণ্ডপ ভেঙেছিল, এবার সেখানেও পূজা হচ্ছে।
“আমি তাই বলব, ভারত থেকে যেটা করছে সেটা মধু বল্লার ঢিল মারা। আমরা যখন মারবো তখন তারা পালানোর পথও পাবে না।"
এসময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ ভদ্র, যুগ্ম আহ্বায়ক অপূর্ব হালদার, রাম পাল, জুয়েল বাড়ৈ ও উত্তম সরকার।