পরীক্ষামূলকভাবে দুই-তিন হাজার হজযাত্রী নৌযানে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
Published : 07 Oct 2024, 09:47 PM
সমুদ্রপথে হজযাত্রী পাঠাতে বাংলাদেশের দেওয়া প্রস্তাবে সৌদি আরবের সম্মতি পাওয়ার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রোববার জেদ্দায় সেখানকার হজ ও ওমরাহ মন্ত্রী তাওফিক ফাউযান আল রাবিয়ার সঙ্গে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠকে এ সায় মেলে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক জানান, বৈঠকে হজ মন্ত্রী রাবিয়া বলেছেন, নৌপথে বাংলাদেশ থেকে হাজযাত্রী পাঠানোর প্রশ্নে সৌদি সরকারের কোনো আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
২০২৫ সালে পরীক্ষামূলকভাবে দুই-তিন হাজার হজযাত্রী জাহাজযোগে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান আবুবকর সিদ্দীক।
তিনি বলেন, চলতি বছর বাংলাদেশের প্রতিটি হজ এজেন্সিকে দুই হাজার জনকে পাঠানোর কোটা ঠিক করে দিয়েছিল সৌদি আরব। আগামী বছরও যাতে একই ব্যবস্থা করা হয়, সেজন্য ধর্ম উপদেষ্টা অনুরোধ জানালে তা বিবেচনার আশ্বাস দেন হজ মন্ত্রী রাবিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার হাসান আল মানাখেরা, মহাপরিচালক বদর আল সেলামী; বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর জহিরুল ইসলাম, হজ কনসাল মুহাম্মদ আসলাম উদ্দিন।