রাত ৩টা থেকেই হাতিরঝিলে প্রবেশ নিয়ন্ত্রিত হবে। দৌড় চলার সময় বন্ধ থাকবে যান চলাচল।
Published : 06 Jun 2024, 03:45 PM
রাজধানীর হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার ভোর ৫টায় এই ‘হাফ ম্যারাথন’ শুরু হবে; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বিশেষ অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ম্যারাথন চলার সময় দৌড়বিদদের সুবিধার্থে হাতিরঝিলে যান চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ম্যারাথনের নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।
তিনি জানান, ম্যারাথন শুরুর দুই ঘণ্টা আগে রাত ৩টা থেকে হাতিরঝিলে আইন-শৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
হাতিরঝিলে প্রবেশের জন্য ৩৭ টি পয়েন্টের প্রত্যেকটিতে পর্যাপ্ত সংখ্যক পোশাকে ও সাদা পোশাকে পুলিশ থাকবে। নিরাপত্তা তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ভোর ৩টা থেকে নিরাপত্তার স্বার্থে হাতিরঝিলে গাড়ি প্রবেশ আটকানোর পাশাপাশি ৯টি গুরুত্বপূর্ণ জায়গায় রোড ব্লকার দিয়ে ডাইভারশন দেওয়া হবে।
৩২ টি পয়েন্টে গলি থেকে গাড়ি বের হওয়া নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। পুরো আয়োজন পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরা দিয়ে।
যাত্রীদের জন্য নির্দেশনা
>> মহানগর প্রজেক্ট, মালিবাগ, রামপুরা বা বাড্ডা থেকে গুলশান, বনানী, উত্তরা যাওয়ার জন্য গুলশান বাড্ডা লিংক রোড ব্যবহার করতে হবে।
>> রামপুরা, মালিবাগ বা মহানগর প্রজেক্ট থেকে ফার্মগেট, রমনা কিংবা শাহবাগ আসার ক্ষেত্রে রামপুরা রোড হয়ে ওয়্যারলেস গেট লেফট টার্ন করে মগবাজার যেতে হবে।
>> রমনা, শাহবাগ থেকে গুলশান, বনানী যাওয়ার জন্য মগবাজার ফ্লাইওভার হয়ে মহাখালী দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
>> গুলশান, বনানী রমনা থেকে রামপুরা, মালিবাগ বা হাতিরঝিলের বিভিন্ন প্রজেক্টে যাওয়ার জন্য মগবাজার মোড়, ওয়ারলেস গেট হয়ে রামপুরা রোড ব্যবহার করতে হবে।
>> গুলশান, বনানী, উওরা থেকে রামপুরা, বাড্ডা, আফতাবনগর বা মালিবাগ যাওয়ার ক্ষেত্রে হাতিরঝিল ব্যবহার না করে গুলশান বাড্ডা লিংক রোড এবং বাড্ডা রামপুরা রোড ব্যবহার করতে হবে।