এম এ ট্রেডিংয়ের এমডি শিউলি, তার স্বামী মান্নান, অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার রেহানা বেগম ও তার স্বামী ফয়েজ উল্লাহর বিষয়েও একই আদেশ এসেছে।
Published : 02 Feb 2025, 05:01 PM
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ছয় জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
রোববার আলাদা আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ।
আবেদনে বলা হয়, হেনরীর বিরুদ্ধে অবৈধভাবে ৫৭ কোটি ১৩ লাখ টাকা উপার্জনের অভিযোগ রয়েছে। ৩৫টি ব্যাংক হিসাবে ২০০২ কোটি ৬৬ লাখ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ডলারের সন্দেহজনক লেনদেনও করেছেন তিনি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হেনরীর বিরুদ্ধে গত ২০ অগাস্ট দুদক অনুসন্ধান শুরু করে। এরপর গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ তিনি গ্রেপ্তার হন।
চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের আয়কর নথি জব্দের আবেদনটি করেন দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
আবেদনে বলা হয়, মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য থাকাকালে অবৈধভাবে ১৮ কোটি ৭৫ লাখ উপার্জন করে। ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক লেনদেনও করেন তিনি।
হেনরী ও মোস্তাফিজুরের বাইরে এম এ ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শিউলি আক্তার মুন্নি, তার স্বামী আব্দুল মান্নান পাটোয়ারী, অবসরপ্রাপ্ত সাব রেজিস্টার রেহানা বেগম ও তার স্বামী শরিয়তপুর সদরের সাব রেজিস্ট্রার এ কে এম ফয়েজ উল্লাহর আয়কর নথি জব্দের আদেশও দিয়েছে আদালত।