জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় আল্লাহর কাছে।
Published : 31 Mar 2025, 08:35 AM
এক মাস রোজা শেষে রাজধানীরা মুসলমানরা বায়তুল মোকররম জাতীয় মসজিদে মিলিত হয়েছেন ঈদের প্রথম জামাতে।
সোমবার সকাল ৭টায় প্রথম জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় আল্লাহর কাছে।
এ জামাতে অংশ নিতে ভোর ৬টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন। পায়জামা পাঞ্জাবি, টুপি পড়ে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষ। শিশু-কিশোররা আসে তাদের অভিভাবকদের সঙ্গে।
ঈদ জামাত ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ ফটকগুলোতে বসানো হয় আর্চওয়ে।
সকাল ৭টার আগেই মসজিদ পূর্ণ হয়ে যায়। ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।
দুই রাকাত ওয়াজির নামাজের পর মোনাজাতে সকলের পাপ মোচনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। কামনা করা হয় দেশ ও জাতির কল্যাণ। ফিলিস্তিনের নিপীড়ত মুসলমানদের জন্য আল্লাহর রহমত চান বাংলাদেশের মুসলমানরা।
নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। অনেকে মোবাইল ফোনে সেলফিতে ধরে রাখেন ঈদ নামাজের স্মৃতি।
প্রতি বছরের মত এবারও ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত হবে।
সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।
সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি ওয়ালিউর রহমান খান।
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ।
সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ।