মাহী বি চৌধুরীর গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে পরে গুলিস্তানের দিকে চলে যায়।
Published : 08 Aug 2024, 10:02 PM
দেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের আমন্ত্রিত শতাধিক অতিথি; জাকজমকপূর্ণ এ আয়োজনে ছিলেন না আওয়ামী লীগের কেউ।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশের গেইটে যান বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। কিন্তু বিএনপি নেতারা তাকে দেখেই ক্ষুব্ধ হন।
নেতারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান একসময় বিএনপির সাবেক এমপি মাহী বি চৌধুরী।
তিনি বিএনপির সাবেক এমপি হলেও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হয়েছিলেন। পরে দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু পরে মনোনয়নপত্র বাতিল হয়।
এদিন রাতে বঙ্গভবনের গেইটে মাহীর গাড়ি ঘিরে ধরেন বিএনপির নেতাকর্মীরা। তারা গাড়িতে থাপড়াতে থাকেন। মিনিট দশেকের মত তারা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। ‘দালাল’ বলে স্লোগান দেন।
নেতাকর্মীদের তোপের মুখে পরে মাহী বি চৌধুরীর গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায়। এর আগে বঙ্গভবনে র্যাবের দুটি গাড়ি প্রবেশের সময়ও উপস্থিত লোকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অতিথি আসনের প্রথম সারিতে ড. ইউনূস ছাড়াও তার পাশে ছিলেন সহধর্মিনী অধ্যাপক আফরোজী ইউনূস।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাসহ অনেকেই ছিলেন। তবে সরকারক্ষমতা থেকে সদ্য বিদায়ী দল আওয়ামী লীগের কেউ শপথ অনুষ্ঠানে ছিলেন না।