ফ্লাইওভারের ওপর দিয়ে খালি ভ্যান চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় তিনি উপর থেকে নিচে ছিটকে পড়েন।
Published : 14 Jan 2025, 11:16 PM
রাজধানীর কুড়িল ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক রিকশ ভ্যান চালকের প্রাণ গেছে।
আকিকুল ইসলাম মণ্ডল নামের ওই ভ্যান চালককে মঙ্গলবার দুপুরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
তার ভাতিজি জামাই মামুন মিয়া ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, তার চাচা শ্বশুর দুপুরে কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে খালি ভ্যান চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় উপর থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংঘাটি মোড়ল বাড়ি গ্রামের মৃত আতর আলী মণ্ডলের ছেলে আকিকুল পরিবার নিয়ে কুড়িল ঘাটপার এলাকায় থাকতেন। তিনটি ছেলে রয়েছে তার।