পুলিশের ভাষ্য- আহত যুবক ও হামলাকারী, উভয় পক্ষই স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে জড়িত।
Published : 10 Jun 2024, 10:11 PM
ঢাকার জুরাইনে স্ত্রীর সামনে এক যুবককে এলোপাতাড়ি ছুরি মেরে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন, তাতে তার বাঁ চোখ গুরুতর জখম হয়েছে।
নূর ইসলাম নামের ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্য- আহত যুবক ও হামলাকারী, উভয় পক্ষই স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে জড়িত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী থানার জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় নূর ইসলামের ওপর হামলা করে অস্ত্রধারী কয়েকজন।
তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা তার স্ত্রী আয়েশা বেগম বলেন, তার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালান। দুপুরে স্বামীর সঙ্গে তিনি বাসা থেকে বের হলে চেয়ারম্যান বাড়ি এলাকায় স্থানীয় পাঁচ-সাতজন মাদক ব্যবসায়ী তার স্বামীকে জোর করে রিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
আয়েশা বলছেন, হামলাকারীদের সঙ্গে তার স্বামীর ধস্তাধস্তি হয়। এ সময় সুইস গিয়ার (এক ধরনের ছুরি) বের করে তারা নূর ইসলামকে এলোপাতাড়ি কোপাতে থাকে, এক পর্যায়ে তার বাঁ চোখেও ছুরি ঢুকিয়ে দেয়।
ঢাকা মেডিকেলের চক্ষু বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, নূর ইসলামের বাঁ চোখ ছুরির কোপে ছিন্নভিন্ন হয়ে গেছে।
হামলাকারীরা এলাকার ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ বলে অভিযোগ করেন আয়েশা। তিনি বলেন, কয়েকদিন আগে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাতে তাদের ধারণা হয়, নূর ইসলাম ‘ধরিয়ে দিয়েছে’। সে কারণে তার স্বামীর ওপর এ হামলা চালানো হয়।
তবে কদমতলী থানার ওসি গাজী আবুল কালাম বলছেন, নূর ইসলাম নিজেও ‘সন্ত্রাসী’। তার নামে হত্যাসহ অনেক মামলা রয়েছে।
“তারই এক সময়ের সহযোগী যাদের সঙ্গে পরে তার দ্বন্দ্ব হয়, তারাই এ হামলা চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”