“এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা,” বলেছেন একজন সাংবাদিক।
Published : 21 Aug 2023, 09:50 PM
ভুল চিকিৎসা নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসিতে করা অভিযোগের বিষয়ে প্রতিবেদন হয়েছে, যেখানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের বিরুদ্ধে অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী। ওই ব্যক্তির বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ১২৫ কোটি টাকার মানহানির মামলা করেছে বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৬ জুন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানহানির অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। শুনানি শেষে বিচারক গত ৩ অগাস্ট বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দেয়। সেই নোটিস সাংবাদিকরা পাওয়ার পর মামলার খবরটি জানাজানি হয়।
মামলার এক নম্বর বিবাদী করা হয়েছে গণমাধ্যমে বক্তব্য দেওয়া কাঞ্চন কুমার দে’কে। এছাড়া দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, নাগরিক টেলিভিশন, একুশে টেলিভিশন ও সারা বাংলা ডটনেটের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী হয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মাসুম সিরাজ।
তাদের আইনজীবী ফাতেমা আনোয়ার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইব্রাহিম কার্ডিয়াক এবং সার্জারি বিভাগের প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। অপচিকিৎসার যে অভিযোগ করেছে, সেটি মিথ্যা। এছাড়া মামলার এক নম্বর বিবাদী নিজে সাংবাদিক বলে সাংবাদিকতা পরিচয়ের অপব্যবহার করেছেন।”
মামলার প্রতিক্রিয়ায় নাগরিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএমডিসিতে একজন রোগী অপচিকিৎসার অভিযোগ করেছিলেন। আমার প্রতিবেদনে ওই ব্যক্তির বক্তব্য নিয়েছি। এ কারণে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা।”
“গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা ভুক্তভোগীদের বক্তবটা তুলে ধরার চেষ্টা করি। এ ধরনের মামলা হলে এটার পথ আরও সংক্ষিপ্ত হয়ে যাবে,” বলেন তিনি।