এদিনই সম্পদের তথ্য গোপন মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।
Published : 29 Aug 2024, 04:43 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির মামলা প্রত্যাহার করা হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।
এদিন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক ওই আবেদন মঞ্জুর করেন বলে জানান মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।
এ মামলার অন্য দুই আসামি হলেন- বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম।
২০০৭ সালের ১৫ জুলাই শাহবাগ থানায় মামলাটি করেছিলেন দুদকের তৎকালীন উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
মামলায় বলা হয়েছিল, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন মির্জা আব্বাস।
বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে ওই প্লট বরাদ্দ দেওয়া হয় বলে অভিযোগ আনা হয়েছিল।
বৃহস্পতিবারই দুর্নীতির আরেক মামলা থেকে খালাস পেয়েছেন মির্জা আব্বাস। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটিও করেছিল ২০০৭ সালে।
আয়ের সঙ্গে ‘অসঙ্গতিপূর্ণ’ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদের মালিক হওয়া এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা হয়েছিল এতে।
মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ তাকে খালাস দেন। রায় শুনে বিএনপির এ নেতা কেঁদে ফেলেন।