আগুনে ক্ষতির পরিমাণ বা কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Published : 15 Feb 2025, 10:08 PM
রাজধানীর কারওয়ান বাজারে একটি কফি হাউজে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৮টা ২২ মিনিটে খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জাহাঙ্গীর টাওয়ারের নিচ তলায় ‘পেয়ালা’ নামের এ কফি হাউসে আগুন লাগার ঘটনার তথ্য দিয়ে ফায়ার সার্ভিস বার্তা দিয়েছে।
তবে আগুনে ক্ষতির পরিমাণ বা কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।
ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়েছে, “তেজগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে আগুন পুরোপুরি নেভাতে আরও ১০ মিনিট সময় লাগে বলে বার্তায় বলা হয়েছে।
এই ভবনেই বেসরকারি ‘একুশে’ টেলিভিশন স্টেশন রয়েছে।