“খেলার মাঠ, পার্ক দখল করে, পরিবেশের ক্ষতিসাধন করে কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।”
Published : 03 Jun 2024, 07:48 PM
ঢাকার ফার্মগেটের আনোয়ারা উদ্যানে মেট্রোরেলের মালামাল রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে আবার পার্কই হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার বনানীর একটি হোটেলে ‘সেভ ইয়োর ব্রেথ-ক্লিন এয়ার ইম্পারেটিভস’ শীর্ষক এক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউএসএআইডি যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
ডিএনসিসির মেয়র বলেন, মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় মালামাল রাখার জন্য ফার্মগেটের আনোয়ারা উদ্যান ব্যবহারের অনুমতি দিয়েছিল ডিএনসিসি। এখানে কোনো মার্কেট বা শপিংমল নির্মাণের অনুমতি দেওয়া হবে না।
“পার্কের জায়গায় আবার পার্কই হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে। খেলার মাঠ, পার্ক দখল করে, পরিবেশের ক্ষতিসাধন করে কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।”
মেয়র আতিকুল ইসলাম বলেন, “শুধু আনোয়ারা পার্কই নয়, কুড়িলে ফ্লাইওভার সংলগ্ন মাঠে হোটেল, মিরপুর বালুর মাঠে আবাসন ভবন ও গাবতলীতে জলাশয় ভরাট করে বিএডিসিকে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। ওইসব জায়গায় স্থাপনা তৈরি করতে সিটি করপোরেশন কোনো অনুমতি দেবে না।”
বায়ুদূষণ রোধে পাঁচটি ঘোষণা দেন মেয়র।
এগুলো হল- ধুলাবাহিত বায়ুদূষণ রোধে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহার করা, বায়ুবাহিত সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় এমন উপকরণ বহনকারী যানবাহনের জন্য উপযুক্ত আচ্ছাদন ব্যবহার নিশ্চিত করা, কালো ধোঁয়া নির্গমণ হয় এমন অনুপযুক্ত যানবাহন নিষিদ্ধ করা, অপ্রয়োজনীয় পাতা এবং বর্জ্য পোড়ানো পরিহার করা, নালা ও খালের অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করা।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় সংলাপে অংশ নেন রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, বিআরটিএর পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা।