ঢাকার বাড্ডায় বাসের চাপায় বাইক আরোহী নিহত

আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক। হতাহত দুজনই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 03:31 PM
Updated : 25 April 2023, 03:31 PM

ঢাকার বাড্ডা এলাকায় বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।

মঙ্গলবার বিকালের এই দুর্ঘটনায় বাইকটির চালকও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। হতাহত দুজনই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা।

নিহত সদরুল হক (৩০) ঢাকা পাওয়ার অ্যান্ড ডিসিট্রবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মকর্তা। তিনি বাইকের পেছনে ছিলেন। এটি চালাচ্ছিলেন মমিনুর রহমান। তিনি আহত হয়েছেন।

রাজশাহীর রায়পুর থানার চারঘাট গ্রামের জাহেদুল ইসলামের একমাত্র ছেলে সদরুল স্ত্রীকে নিয়ে ঢাকার খিলগাঁও এলাকায় থাকতেন।

শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে প্রগতি সরণিতে দুর্ঘটনায় পড়েন সদরুল ও মমিনুর।

দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সদরুল ও মমিনুরের বেশ কয়েকজন সহকর্মী ও আত্মীয়স্বজন ছুটে আসেন।

সহকর্মী সুমনউজ্জামান সাংবাদিকের বলেন, স্ত্রীকে নিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সদরুলের। সেজন্য ভিসা নিতে তিনি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়েছিলেন।

“ফেরার পথে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহন নামের একটি বাস ধাক্কা দেয়। এতে পেছনে বসা সদরুল ছিটকে বাসের নিচে চাপা পড়েন।”

দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সদরুলকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বাসটি জব্দ এবং চালককে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বুধবার তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।