দুর্নীতির অভিযোগ তুলে ১৭ বছর আগে ওই পরীক্ষা বাতিল করেছিল তত্ত্বাবধায়ক সরকার।
Published : 07 Nov 2024, 04:59 PM
সাতাশতম বিসিএসের মৌখিক পরীক্ষা নিয়ে আপিল বিভাগের রায় পর্যালোচনার (রিভিউ) আবেদনের ওপর সর্বোচ্চ আদালতে শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ তারিখ ঠিক করে দেয়।
রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন ও রুহুল কুদ্দুস কাজল।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাই কোর্ট ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
২৭ বিসিএস: প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের রায় বহাল
অন্যদিকে হাই কোর্টের আরেকটি বেঞ্চ ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করে।
২০১০ সালের ১১ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল বৈধ ঘোষণার হাই কোর্টের রায় বহাল রাখে।
একইসঙ্গে দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেয়।
সালাউদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, “লিভ গ্রান্ট না করে আদালত যে আবেদন ‘সেট এসাইড’ করে দিয়েছিল- সেটা ন্যায় বিচারের পরিপন্থি ছিল এবং এর ফলে প্রায় ১২শ প্রার্থী বঞ্চিত হয়েছিল। আদালত আমাদের গ্রাউন্ড এক্সেপ্ট করেছেন এবং আগামী ৪ ডিসেম্বর সেটি শুনানির জন্য আসবে।”