আরেফিন সিদ্দিকের জামাতা নাফিস ইমতিয়াজ বলেন, “উনাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে এখনও আমরা তেমন কিছু ভাবছি না।”
Published : 09 Mar 2025, 05:18 PM
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আর তার পরিবারের সদস্যরা বলেছেন, তাকে বিদেশে নেওয়ার চিন্তা আপাতত করছেন না তারা।
গত বৃহস্পতিবার ‘বড় ধরনের স্ট্রোক’ করার পর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নিউরোসার্জারি বিভাগের অধীনে চিকিৎসা চলছে আ আ ম স আরেফিন সিদ্দিক।
রোববারও তার চিকিৎসার বিষয়ে বৈঠক করেছেন চিকিৎসকরা। পরে পরিবারের সদস্যদেরও তার শারীরিক অবস্থার বিষয়ে জানানো হয়েছে।
নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরেফিন সিদ্দিকের অবস্থা অপরিবর্তিত। তার হৃদযন্ত্র কাজ করছে।
“তার হার্ট ফাংশনিং। চোখের মনির রিয়েকশন নেই। হার্ট পাম্প করছে, ব্লাড প্রেসার আছে। তার অবস্থা এখন অপারেশন করার পর্যায়ে নেই, ওষুধ দিয়ে আমরা ট্রাই করছি।”
রোববার তার জামাতা নাফিস ইমতিয়াজ বলেন, “উনার অবস্থা এখনও অপরিবর্তিতই আছে। গত দুদিন ধরে যেমন ছিলেন, এখনও তেমনই। কোনো অগ্রগতি বা উন্নতি নেই।”
হাসপাতালে চিকিৎসাধীন আরেফিন সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলছেন তার সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ীরা।
আরেফিন সিদ্দিককে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নাফিস বলেন, “উনাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে এখনও আমরা তেমন কিছু ভাবছি না। এখানকার চিকিৎসকদের ওপরই আমরা ডিপেন্ড করছি। উনারা অবজার্ভ করছেন।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন ২০০৯ সালের ১৫ জানুয়ারি।
এর প্রায় সাড়ে চার বছর পর বিশ্ববিদ্যালয়ের সিনেট উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্যোগ নেয়। নির্বাচনের পর ২০১৩ সালের ২৫ অগাস্ট প্যানেলে থাকা তিনজনের মধ্যে আরেফিন সিদ্দিককে দ্বিতীয়বারের মত উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।
১৯৫৩ সালের ২৩ অক্টোবর ঢাকায় জন্ম নেওয়া আরেফিন সিদ্দিক ১৯৬৯ সালে এসএসসি এবং ১৯৭১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন।
১৯৭৩ সালে বিএ ও ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ করেন তিনি।
১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেওয়ার আগে বুয়েটের জনসংযোগ কর্মকর্তা ছিলেন আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের নেতা আরেফিন সিদ্দিক দুই মেয়াদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও প্রেস ইনস্টিটিউটের সদস্যও ছিলেন তিনি।
উপাচার্যের দায়িত্ব পাওয়ার আগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রচার বিষয়ক বেশকিছু জাতীয় কমিটিতেও ছিলেন তিনি।