এই দুজন ও তাদের পরিবারের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।
Published : 01 Jan 2025, 07:27 PM
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ডিএমপি সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন, দুদকের আলাদা আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ দুটি আদেশ দেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন এ তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার উপপরিচালক সালাউদ্দিন নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনের ওপর শুনানি করেন দুদকের আইনজীবী রেজাউল করিম।
আবেদনে বলা হয়, এক্সিম ব্যাংক ও ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও অন্যদের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ ও ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য চার সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানের সময় জানা যায়, নজরুল ইসলাম, তার স্ত্রী নাসরিন ইসলাম, তার মেয়ে আনিকা ইসলাম ও ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। তারা দেশ ছাড়লে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে।
ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মত ব্যাংক খাতের উদ্যোক্তাদের কেউ কেউ আত্মগোপনে চলে যান।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে আলোচিত নজরুল ইসলামকে ওই বছর ১ অক্টোবর গ্রেপ্তার করা হয়।
ক্ষমতার পালাবদলের পর ব্যাংক খাতে পরিবর্তনের অংশ হিসেবে ২০২৪ সালের ২৯ অগাস্ট তাকে বাদ দিয়ে এক্সিম ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে বিএবির নেতৃত্বও হারান নজরুল ইসলাম।
এর মধ্য দিয়ে ১৭ বছর পর নজরুল ইসলামের বলয় থেকে বের হয়ে আসে শরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ।
ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম ২০০৭ সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদে ছিলেন।
বিএবি চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় বেসরকারি ব্যাংক থেকে চাঁদা তুলে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে আলোচনায় আসেন তিনি।
এর আগে ২০২৪ সালের ২৫ অগাস্ট এক্সিম ব্যাংক ও বিএবির চেয়ারম্যান এবং তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।
ব্যাংক থেকে নানা সময় চাঁদা তোলার অভিযোগ রয়েছে নজরুল ইসলামের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে।
গোলাম ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদন শুনানি করেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।
আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার ‘অবৈধ সম্পদ’ অর্জন ও বিদেশে ‘পাচারের’ অভিযোগ অনুসন্ধান চলছে।
তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। সে কারণে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করা হয়েছে।