তাকে বিদায় জানিয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত।
Published : 11 Jun 2024, 02:04 PM
হজ পালন করতে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। স্ত্রী নুরান ফাতেমা তার সঙ্গে রয়েছেন।
মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদকে বিদায় জানিয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আদদুহাইলান।
হজযাত্রার আগে নিজের নির্বাচনি এলাকা চট্টগ্রাম-৭ আসনের (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী) জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান সংসদ সদস্য হাছান মাহমুদ। সবার কাছে নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন তিনি।