অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আন্দোলনের সময় ডিএমপির ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে, যেগুলো মেরামতযোগ্য নয়।
Published : 09 Oct 2024, 04:58 PM
জুলাই-অগাস্টে ছাত্রজনতার আন্দোলনের সময় পুলিশের ক্ষতিগ্রস্ত গাড়ি প্রতিস্থাপনের অংশ হিসেবে ঢাকার ১০ থানায় একটি করে নতুন গাড়ি দেওয়া হয়েছে।
বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে এসব গাড়ি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য ডিএমপি কমিশনার নিজস্ব উৎস থেকে ৫০টি নতুন গাড়ি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
“এরই অংশ হিসেবে বুধবার উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানায় একটি করে গাড়ি যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৪০টি থানায় নতুন গাড়ি যুক্ত হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির ক্ষয়ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আন্দোলনের সময় ডিএমপির ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে, যেগুলো মেরামতযোগ্য নয়।
“এছাড়া যেসব থানায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের কাজ চলছে। বর্তমানে ডিএমপির সবগুলো থানার কার্যক্রম পুরোদমে চালু রয়েছে।”
অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার, উপ কমিশনার (জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।