“কে মেরেছে, কী মেরেছে, এটা কিন্তু আমরা সব দেখেছি,” বলেন বেবিচক চেয়ারম্যান।
Published : 16 Jan 2025, 11:55 PM
এক সপ্তাহ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর সঙ্গে মারামারিতে জড়ানো বিমান বাহিনীর দুই সদস্যকে নিজ বাহিনীতে ‘ফেরত পাঠানো হয়েছে’।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মঞ্জুর কবীর ভুঁইয়া বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে এটার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকেও তাদের ইয়েতে (বাহিনীতে) ফেরত পাঠিয়েছি। তাদের ওখানেও তদন্ত চলছে। তাদের দোষ হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।
“বাকিদেরও ব্যবস্থা করেছি যেন এরকম ঘটনা না ঘটে। কে মেরেছে, কী মেরেছে, এটা কিন্তু আমরা সব দেখেছি। একজন পারসনকে মেরে ফেলে দেওয়া হয়েছে। সেটাও আমরা দেখেছি।”
বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে এক আলোচনাসভা শেষে সাংবাদিকের প্রশ্নে বিষয়টি নিয়ে কথা বলেন মঞ্জুর কবীর ভুঁইয়া।
তিনি বলেন, “বিমানবাহিনী সদস্যরা যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছেন। যারা দায়িত্বরত তাদেরকে আরও সহনশীলতার পরিচয় দিতে হবে। তারা ছিল পোলাইট (নম্র), তাদের আরও পোলাইট হতে হবে।
“আর যাত্রী সাধারণকেও বুঝতে হবে দেশে একটা আইনকানুন আছে, শৃঙ্খলা আছে। এখানে যারা কাজ করে তাদেরকেও বিনা কারণে গালিগালাজ-মারধর করাটাও কিন্তু ভালো জিনিস না। আমরা চেষ্টা করব যেন এই পয়েন্টগুলো ভবিষ্যতে না আসে। মানুষ তো ভুল করে। আমরা সেই ভুল থেকে শিক্ষা নেই। এটাই তো আমাদের করণীয়। আমরা তো ফেরেশতা না। কী অ্যাকশন নিয়েছি, আরও হচ্ছে কী না সেটা আপনারা দেখেন।”
গত ৮ জানুয়ারি নরওয়ে থেকে পরিবার নিয়ে ঢাকায় আসেন এক ব্যক্তি। সিসিটিভি ভিডিওতে বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়াতে দেখা যায় ওই ব্যক্তিকে। বিমান বন্দরের ম্যাজিস্ট্রেট ওই যাত্রীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে সেই যাত্রীর রক্তাক্ত মুখের ছবি আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরও পড়ুন-