গুচ্ছ ভর্তি পরীক্ষা: আবেদনের সময় একদিন বাড়ল

শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2024, 09:57 AM
Updated : 25 Feb 2024, 09:57 AM

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে।

রোববার দুপুরে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আবেদনের সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”

অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “কারিগরি ত্রুটির কারণে একদিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে।”

১২ ফেব্রুয়ারি বেলা ১২টা ০১ মিনিট থেকে আগামী সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ছিল। একদিন বাড়ানোয় শিক্ষার্থীরা আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে। 

আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু হবে।

৩ মে মানবিকের ‘বি’ ইউনিটের এবং ১০ মে বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হবে।