যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে বরিশালের গণজাগরণ মঞ্চ।
Published : 05 Feb 2015, 04:12 PM
রাজনৈতিক সহিংসতামুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার মঞ্চের কর্মীরা ‘জাগরণযাত্রা’ কর্মসূচি পালন করেন।
এ উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে গণজাগরণ মঞ্চের সংগঠক নিগার সুলতানা হনুফার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারা দেশে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
একই সঙ্গেগ যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গণজাগরণ মঞ্চের সংগঠক নজরুল বিশ্বাস, শারমিন আক্তার পপি, সিদ্দিকুর রহমান প্রমুখ।