সাপ্তাহিক একতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
Published : 06 Sep 2013, 10:48 PM
শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মুক্তি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আহসান খান, ভাষা সৈনিক আহমদ রফিক, অধ্যাপক শহীদুল ইসলাম, শহীদুল্লাহ চৌধুরী ও সৈয়দ আবু জাফর আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যে সংকট সৃষ্টি হয়েছে তা ক্ষমতা কেন্দ্রীক রাজনীতির সংকট। এই সংকট ক্ষমতার পালাবদলের সময় প্রকট আকার ধারন করে, যার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। সুতরাং এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সকল প্রগতিশীল মানুষদের এক হওয়া।
১৯৮১ সালের ০৬ সেপ্টেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র হিসেবে আত্ম প্রকাশ করে সাপ্তাহিক একতা।
এখন পর্যন্ত নিয়মিত ভাবেই প্রকাশিত হচ্ছে পত্রিকাটি।