Published : 06 Apr 2025, 03:54 PM
চট্টগ্রামের রাস্তায় প্রকাশ্যে নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার ধুমপাড় এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সবুজ খন্দকার (২৯)। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ধুমপাড়া সাগর পাড় এলাকায় ভাড়া থাকতেন। সবুজের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায়।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সবুজের অবস্থান শনাক্ত করে রাত দেড়টার দিকে ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর সংলগ্ন বাকের আলী টেকের মোড়ে প্রকাশ্যে রাস্তায় চাঁদনী বেগম (২২) নামে এক নারীকে ছুরিকাঘাতে খুন করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাতে পোশাককর্মীকে হত্যা
সহকারী কমিশনার মাহমুদুল বলেন, “ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা সবুজকে শনাক্ত করি। পরে চাঁদনীর মামা নিশ্চিত করেন এ সবুজ চাঁদনীর স্বামী।”
সবুজের কাছ থেকে রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে চাঁদনী তার স্বামী সবুজের সঙ্গে সংসার করতে চাচ্ছিল না। এ কারণে তিনি মামার বাসায় থাকা শুরু করেছিলেন। সবুজ তাকে বাসায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করলেও তিনি রাজি হচ্ছিল না।
এ নিয়ে শনিবার চাঁদনী কাজ থেকে বাসায় ফেরার পথে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত হয়ে সবুজ ছুরি দিয়ে চাঁদনীর গলা, মাথা ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং ছুরিটি সেখানে ফেলে চলে যায়।