Published : 01 May 2025, 08:45 PM
অধিকার আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রামে পালিত হলো মে দিবস।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
এর মধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা শাখা সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করে।
সমাবেশে টিইউসি চট্টগ্রামের সভাপতি তপন দত্ত বলেন, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের জন্য এখনও শ্রমিকদের লড়াই করতে হচ্ছে। ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয়নি বিভিন্ন সেক্টরে।
“অধিকার আদায় না হওয়া পর্যন্ত শোষণ ও জুলুমের বিরুদ্ধে নিপীড়িত শ্রমিকদের এ লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তিনি বলেন, “১৮৮৬ সালে শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনো চলছে। বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের আট ঘণ্টার কর্মঘণ্টা ও ন্যূনতম মজুরি এখনো নিশ্চিত করা যায়নি। কর্মক্ষেত্রে তারা এখনো নিপীড়নের শিকার। কথায় কথায় শ্রমিক ছাঁটাই হচ্ছে। এসব বন্ধ করতে হবে।
শ্রমিকনেতা তপন দত্ত বলেন, শ্রমিকের ঘামে গড়ে উঠেছে এ দেশ। তাই শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে; জনগণ বাঁচবে।
“সরকার একটা শ্রম সংস্কার কমিশন করেছে। এ কমিশন স্থায়ী জাতীয় মজুরি কমিশন গঠন, ন্যূনতম মজুরি বাড়ানো, রেশনিং প্রথা চালুসহ নানা সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক, বেসরকারি হাসপাতাল শ্রমিক, চা শ্রমিক, নির্মাণ শ্রমিক, পোশাক শ্রমিক, রিকশা শ্রমিক, পরিবহন শ্রমিক, জাহাজভাঙা শিল্প শ্রমিক ও পাটকল শ্রমিকদের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু, বেসরকারি হাসপাতালের কর্মচারী ও শ্রমিক নেতা আবদুর রহিম, হোটেল রেস্তোরাঁ শ্রমিক নেতা মো. হানিফ ও মাহিন উদ্দিন।
সমাবেশে গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ।
সমাবেশ শেষে ট্রেড ইউনিয়ন কেন্দ্র একটি লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি কাজির দেউড়ি থেকে মেহেদিবাগ হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে মে দিবস উপলক্ষে বাংলাদেশর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের পক্ষ থেকে সমাবেশ ও লালপতাকা মিছিল হয়েছে।
নগরীর বিআরটিসি মোড় থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি সড়ক ঘুরে মিছিলটি নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী।