Published : 02 May 2025, 07:31 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ছেলের মারধরে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির সদস্য আনোয়ার হোসেন জানান।
নিহত কৃষক সেলিম মিয়া (৪৭) ওই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী আহত জান্নাতি খাতুনকে (৪২) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ছেলে জাহাঙ্গীর হোসেন (১৯) পলাতক রয়েছেন।
নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম বলেন, তার ভাতিজা জাহাঙ্গীর নেশাগ্রস্থ। নেশার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বিবাদে জড়াত।
বৃহস্পতিবার রাতে টাকা চাওয়া নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর তার বাবাকে মারধর করতে থাকেন। এতে তার মা বাধা দিতে এলে তাকেও মারধর করা হয়।
সেলিম মিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিমের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, গোটা চরাঞ্চল মাদকে সয়লাব হয়ে গেছে। এ কারণে মারামারির ঘটনাও বেড়ে গেছে।
জাহাঙ্গীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
কাজিপুর থানার ওসি নূরে আলম সন্ধ্যায় বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহ এখনো বাড়িতে পৌঁছেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।