মিরনের মৃত্যুর খবরে মাগুরার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি, বিএনপি নেতা জামিরুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
Published : 06 Apr 2025, 03:59 PM
মাগুরার শ্রীপুর উপজেলায় মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
উপজেলার নাকোল গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য মুন্সী মিরান মল্লিককে ৩০ মার্চ রাতে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। শনিবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী।
এ ঘটনার পর মিরান মল্লিকের সমর্থকরা মল্লিকপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি, ওয়ার্ড বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। তিনি এলাকাছাড়া রয়েছেন।
জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা জেলা শহরে ও এলাকায় হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন।
মিরান মল্লিক (৪৩) নাকোল গ্রামের সুলতান মল্লিকের ছেলে।
এ ঘটনায় হওয়া মামলার বরাতে পুলিশ জানায়, ৩০ মার্চ রাত ৯টার দিকে নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরানের বাগবিতণ্ডা হয়।
এ সময় জামিরুল ইসলামের সমর্থকরা মিরান হোসেনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, “মিরনের মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে দুজনকে আটক করা হয়েছে।”