এক বছর আগে নিখোঁজ হওয়া ইলিয়াস আলীর সন্ধান দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি।
Published : 17 Apr 2013, 07:36 AM
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী ২০ এপ্রিল বিকেল ৩টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ হবে। ২১ এপ্রিল বিভাগীয় শহরগুলোয় হবে প্রতিবাদ সমাবেশ।
দুদু অভিযোগ করেন, "টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলার জন্য ইলিয়াস আলী সরকারের পথের কাঁটা হয়েছিলেন বলেই তাকে গুম হতে হয়েছে। আমরা ক্ষোভের সঙ্গে জানাতে চাই, এক বছর অতিক্রান্ত হলেও তাকে খুঁজতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।"
তিনি জানান, ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান, আটক নেতাদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হবে।
সিলেট হবে বিক্ষোভের নগরী: ইলিয়াস আলী
এরপর থেকে সাবেক সংসদ সদস্য ইলিয়াস ও তার গাড়ি চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ইলিয়াস আলীকে গুম করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির এই অভিযোগ প্রত্যাখান করে আসছে।
দলের শীর্ষ পর্যায়ের আটক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, "উদ্ভট ও সাজানো মামলায় গ্রেপ্তার এবং বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে নেতা-কর্মীদের জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হচ্ছে। রিমান্ডের নামে তাদের ওপর চালানো হচ্ছে পৈশাচিক নির্যাতন।’’
"বিরোধী দল ও মত দমনের এই নীতির উদ্দেশ্য একটাই- দেশে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করে আগামী সংসদ নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠানের নীল নকশা বাস্তবায়ন করা", যোগ করেন তিনি।
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ,কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।