১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিন সাতক্ষীরায় জামায়াত-শিবির কর্মীদের হামলা ও সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
Published : 28 Mar 2013, 04:59 AM
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেনেরপোতায় এ সংঘর্ষ হয়।
সদর থানার ওসি আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শতাধিক জামায়াত-শিবিরকর্মী মিছিল করে এসে হঠাৎ বেনেরপোতা এলাকায় রাস্তা কাটতে শুরু করে। সেখানে কর্তব্যরত পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
“জামায়াত-শিবিরকর্মীরা এ সময় পুলিশের দিকে ইট ছোড়ার পাশাপাশি গুলিও করে। এতে সদর থানার কনস্টেবল আনিসুর রহমান আনিস গুলিবিদ্ধ হন।”
এছাড়া গোয়েন্দা পুলিশের এসআই রেজা ও কনস্টেবল মোস্তাফিজ হরতালকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।