ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুপু খাদিজা হোসেন মারা গেছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদিজা হোসেন। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
ফুপুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা সকালে তার বাসায় যান এবং বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন। তিনি সেখানে মরহুমার আত্মার মাগফিরাত চেয়ে দোয়া পড়েন।
পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে ফুপুর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন,
“আমরা ছোট ফুপুকে হারিয়েছি। আমার বাবার ছোট বোন। মুরব্বি চলে গেলো।”
বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিন মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
খাদিজা হোসেন একই সঙ্গে বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালের শাশুড়ী। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধু পরিবারের অন্য অনেকের সঙ্গে শেখ জামাল ও তার স্ত্রী রোজী জামালও নিহত হন।
১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন খাদিজা হোসেন। তার স্বামী সৈয়দ হোসেন সরকারের একজন সচিব ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১১৩০ ঘ.