ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের পক্ষে পরামর্শদানকারী ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে দেশে ঢুকতে দেয়নি শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল পৌনে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ক্যাডম্যান। কিন্তু তাকে অন-অ্যারাইভাল ভিসা না দিয়ে ফিরতি ফ্লাইটে ফেরত পাঠানো হয়।
বিমানবন্দর ইমিগ্রেশনের ভিসা সেলের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অন-অ্যারাইভাল ভিসা না দেওয়ার বিষয়ে নির্দেশনা ছিল।"
বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধাপরাধ ট্র্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী টবি ক্যাডম্যান এর আগেও কয়েক দফা বাংলাদেশে আসেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের পক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে মামলার শুনানিতেও উপস্থিত ছিলেন তিনি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা কারাগারে রয়েছেন।
তাদের পক্ষে মামলা পরিচালনার জন্য গত মাসে ক্যাডম্যানসহ কয়েকজন বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হলেও বাংলাদেশ বার কাউন্সিল তা নাকচ করে দেয়। ক্যাডম্যান বর্তমানে ওই জামায়াত নেতাদের আইনজীবীদের 'আন্তর্জাতিক পরামর্শক' হিসেবে কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩৩০ ঘ.